আহকামুল হাদিস (দরসে সিহাহ সিত্তাহ) বাংলা পিডিএফ ডাউনলোড

0


আহকামুল হাদিস

লেখক : মাওলানা মুহাম্মদ কামরুল হাসান
সম্পাদক : ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনা : রিয়াদ প্রকাশনী। 


উক্ত কিতাবের কিছু বৈশিষ্ট্য :

উক্ত কিতাব মুলত সিহাহ সিত্তার সকল কিতাবের অনুকরণে মাজহাব ভিত্তিক দলিল সহ মাসয়ালা লিখা হয়েছে যাতে করে যে কেও সহজেই যেন মাসায়ালা বুঝতে পারে

অত্র কিতাবটিতে পবিত্রতা, নামায, যাকাত, হজ্জ, বিবাহ, তালাক ও রােযা মােট সাতটি অধ্যায় ধারাবহিকভাবে আলােচনা করা হয়েছে। এক্ষেত্রে সুনান হিসেবে আবু দাউদ প্রথম খণ্ডকে ভিত্তি করে গ্রন্থটি বিন্যস্ত হয়েছে।

আর প্রতিটি অনুচ্ছেদের শুরুতে আবু দাউদের মূল কিতাব অনুসারে পৃষ্ঠা নম্বর দেয়া হয়েছে। তাছাড়া পাঠকদের, বিশেষত গবেষকদের সুবিধার্থে প্রতিটি হাদীসের শেষে সাধ্যানুযায়ী সিহাহ সিত্তাহ গ্রন্থের (ভারতীয় সংস্করণ অনুযায়ী) অনুচ্ছেদ, খণ্ড ও পৃষ্ঠার বরাতও দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট হাদীসটি উল্লিখিত
গ্রন্থসমূহে হুবহু অথবা শাব্দিক বা রাবীর পার্থক্য সহকারে, সংক্ষেপে, দীর্ঘ-আকারে অথবা
আংশিকভাবে সংকলিত হয়েছে। অতঃপর উল্লিখিত হাদীসের আলােকে প্রাপ্ত মাসআলার ব্যাপারে বিভিন্ন মাযহাবের মতামত সূত্র ও দলীল সহকারে স্পষ্টভাবে আলােচনা করা
হয়েছে।

আর অধিকাংশ হাদীসের বঙ্গানুবাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী
বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আবুবকর সিদ্দীক কর্তৃক অনূদিত এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আবু দাউদ হাদীস গ্রন্থের সহায়তা নেয়া হয়েছে।

ডাউনলোড করুন


এছাড়া কিতাবটি অনলাইনেও পড়তে পারেন 

অনলাইনে পড়তে ক্লিক করুন  

Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)