অপরাজিত -নসিম হেজাযী

1

অপরাজিত
নসিম হেজাযী



কিছু কথা

কোন জাতি তার ভবিষ্যতকে তার বর্তমান ও অতীত থেকে আলাদা।
করতে পারে না। যে কাফেলার পূর্বসূরীরা তাদের যাত্রাপথে নিজেদের
রক্তধারা প্রবাহিত করে গেছে কেউ তাকে থেমে যেতে দেখেনি।

দেখুন, আমার মনে কখনাে এ ব্যাপারে সংশয় জাগেনি যে, আমার আশা,
আকাংখা পূর্ণ হবে না। যদি আমাকে কখনো কোনাে অনাকাংখিত
পরিস্থিতির মুখােমুখি হতে হয় তাহলেও আমি ভাববাে, এজন্য আমি
কতটুকু দায়ী এবং আমার জাতিকে চিন্তা ও কর্মের সঠিক পথ দেখানাের
ক্ষেত্রে আমি কতটুকু দায়িত্ব পালন করেছি।

কাফেলা চলতে শুরু করলে।
তার পথে চড়াই উতরাইও আসে। রাত যদি অন্ধকার হয় এবং হাতে।
মশাল না থাকে তাহলে ধাক্কা খেতে হয় বেশি। । আল্লাহ আমার হাতে কলম দিয়েছেন এবং আমি আমার সম  সময়েরও অনেক দূরে দেখতে পাই। আমি পূর্ণ গুরুত্ব ও বিশ্বস্ততার সাথে আল্লামা ইকবালের সােনালী স্বপ্নের তাবির লিখে যেতে থাকবাে। যখন আমার শক্তি নি:শেষ হয়ে যাবে এবং আমার হাত থেকে কলম পড়ে যাবে তখন এ দুনিয়ায় শেষ নিশ্বাস নেবার সময় আমি পরম প্রশান্তি অনুভব করতে পারবাে এই ভেবে যে, আমার জীবনের পবিত্র মিশন পূর্ণ করার কাজে আমি আমার দেহ-মন-মস্তিষ্কের সমস্ত শক্তি নিয়ােগ করতে পেরেছি।

-নসীম হিজাযী ।

ডাউনলোড

অনলাইনে পড়ুন

Post a Comment

1Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment