উজ্জীবিত ঈমানের ইতিকথা – আকরাম ফারুক

0

 

 

 

“যখন আমি মুসলিম অবস্থায় নিহত হই, 

তখন আল্লাহর জন্য আমি কোনদিকে ফিরে মারা যাই, 

তার কোন পরােয়া করি না। 

কেননা সে মৃত্যু তাে আল্লাহর জন্য। 

তিনি ইচ্ছা করলে আমার দেহের 

প্রতিটি কর্তিত অংশের ওপর বরকত নাযেল করতে পারেন।"

 

৯৮. ইমাম হাসানের লজ্জা 

 ইমাম হাসানের কাছে এক ব্যক্তি এসে কিছু খাবার চাইল। তিনি নিজের কাছে যা কিছু তৈরী খাবার ছিল সব দিয়ে দিলেন এবং নিজে অনাহারে পুরাে দিন কাটিয়ে দিলেন। এটা দেখে এক ব্যক্তি জিজ্ঞেস করলাে: আপনার এ কী অবস্থা যে, কোন লােককে ফিরিয়ে দেন না? নিজের শেষ সম্বলটুকু দিয়ে অনাহারে কাটান’ । তিনি জবাব দিলেন: ‘আমি সব সময় আল্লাহর দরবারে একজন ভিক্ষুক হয়ে থাকি এবং তার কাছ থেকে সব কিছু চাই। এজন্য আমার লজ্জা হয় যে, নিজেই একজন ভিক্ষুক হয়ে অন্য ভিক্ষুককে হতাশ করে ফিরিয়ে দেই কেমন করে? আল্লাহ ঐ স্বভাবটাকে আমার মজ্জাগত করে দিয়েছেন যে, তিনি আমাকে তাঁর নিয়ামত | যতই দেন, ততই তা তাঁর অন্যান্য অভাবী বান্দাদের মধ্যে বিতরণ করতে আমার ভালাে লাগে।

 

DOWNLOAD 



 


Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)