তোমাকে ভালবাসি হে নবী – আবু তাহের মিছবাহ

0

 

 
 
 
তোমাকে ভালবাসি হে নবী
মূল লেখক : গুরুদত্ব সিং
অনুবাদক : মাওলানা আবু তাহের মিসবাহ

হে বালু সাগরের ‘আরবিস্তান’! বিশ্ব মানচিত্রে একদা তুমি এমনই | অখ্যাত অজ্ঞাত ছিলে যে, সভ্য জগত জানতাে না, আরব নামের কোন দেশ আছে, আর সেখানে মানুষের সমাবেশ আছে, অথচ বিশ্ব-জাতি আজ তাকিয়ে আছে তােমার পানে কী বিপুল বিস্ময় নিয়ে! তােমার প্রেমে কাতর নয় কোন সে মন! তােমার দর্শন-পিপাসু নয় কোন সে নয়ন! এবং তােমার আশীর্বাদের ভিখারী নয় কোন্ সে রাজা! কোন্ সে রাজ্য! | হাবীবে খােদার পদধূলি, নূরে খােদার তাজাল্লি তােমাকে দিয়েছে নব জীবনের নব সাজ। তাই মানব সভ্যতার মুকুট তুমি আজ। সর্বদেশের ঈর্ষা, সর্বজাতির শ্রদ্ধা এখন লুটিয়ে পড়ে তােমারই পায়ে, সুতরাং গর্ব করা তােমাকেই সাজে, মান করা তােমাকেই শােভে।

 

কী আর বলতে পারি বঞ্চিত এই আমরা! ভগবানের লীলা যে চির রহস্যঘেরা! কে জানে কখন কাকে সিক্ত করে তাঁর করুণাধারা। তাই তাে আহমদী নূরের সওগাতে ধন্য হলে তুমি! মুহাম্মদী নবুয়তের অরুণালােকে স্নাত হলাে তােমার বালুভূমি। অথচ বঞ্চিত হলাে স্বর্ণপ্রসবা ভারতভূমি! গঙ্গা-হিমালয়ের এই ভারতভূমি! | অজেয় হিমালয়ের তুষারশুভ্র হে গর্বিত চূড়া! তুমিই বলাে না, কতশত ঋষির ধ্যানমগ্ন রজনী প্রভাত হয়েছে তােমার কোলে! কত সাধু, কত সাধক সিদ্ধি লাভ করেছে তােমার প্রেম-সরােবরে অবগাহন করে, তােমার হিম শীতল চরণে প্রাণ উৎসর্গ করে! কিন্তু বলাে, সত্যি করে বলাে; মরু মক্কার এতীম দুলালের সেই মােহিনী রূপ কখনাে দেখেছাে তুমি! প্রিয় | মদীনার প্রিয়তমের সেই নূরানী দীপ্তি কোথাও নজরে পড়েছে তােমার! তাই বলি, কী আছে তােমার মাথা উঁচিয়ে গর্ব করার!

 

মহাকালের স্রোত প্রবাহের নিরব সাক্ষী হে গঙ্গা! তােমার তরঙ্গছন্দে বিমুগ্ধ কত ভক্ত পূজারী গঙ্গামন্ত্রযােগে প্রণাম করেছে তােমাকে। তাদের প্রেমতপ্ত হৃদয় শান্ত শীতল হয়েছে তােমারই পবিত্র জলে। কিন্তু বলো, সত্যি করে বলাে; মরু মক্কার আবে-জমজম অধিপতি একবারও কি দাঁড়িয়েছিলেন তােমার তীরে এসে! আঁজলা ভরে জল কি পান করেছিলেন তােমার বুকে নেমে!



Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)