নামঃ ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ
বিষয়ঃ আকাইদলেখক / অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ হেমায়েতুদ্দীন
প্রকাশনীঃ থানভী লাইব্রেরী
সাইজঃ ২০.৮ এম বি
“ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ” গ্রন্থখানি আহলুস সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা-বিশ্বস ও এসব আকীদা-বিশ্বাস থেকে বিচ্যুত বাতিল ফিরকা ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলােচনা পর্যালােচনার জন্য রচিত হয়েছে। প্রথম খণ্ডে আকীদা-বিশ্বাস এবং দ্বিতীয় খণ্ডে বাতিল ফিরকা ও ভ্রান্ত মতবাদ সম্বন্ধে আলােচনা করা হয়েছে।
ঈমান-আকাইদ বিষয়ক আলােচনা মূলতঃ ইলমে কালামের অন্তর্ভুক্ত। সুতরাং ঈমান ও আকাইদ বিষয়ে আলােচনার পূর্বে ইলমে কালাম ও তার আনুসঙ্গিক বিষয়াদি প্রসঙ্গে আলােচনা করা আবশ্যক। সেমতে প্রথম অধ্যায়ে ইলমে কালাম ও তার আনুসঙ্গিক বিষয়াদি সম্বন্ধে আলােচনা করা হয়েছে।
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।