তুমি জিতে গেছো সিনওয়ার!
ওরা ভেবেছিলো হত্যা করলেই তোমাকে পরাজিত করা যাবে৷
ওরা চেয়েছিলো তোমার প্রিয় ফিলাস্তিনকে মানচিত্র থেকে মুছে দিতে।
তুমি রক্ত দিয়ে পুরো মানচিত্রজুড়ে লিখে দিলে 'ফিলাস্তিন'।
আজ সারাবিশ্বে মুক্তিকামী মানুষের মুখে ধ্বনিত হচ্ছে,
ফ্রি ফ্রি প্যাসেন্টাইন।
ওরা চেয়েছিলো হামাসের নাম নিশানা মুছে দিতে,
ওরা বোমা মেরে গাযাকে ধ্বংসস্তুপে পরিনত করলো,
হাজার হাজার শিশু হত্যা করলো যেন তারা বড় হয়ে হামাস না হতে পারে।
ওরা জানে না, হামাস হলো জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের নাম - হামাসকে বোমা নিশ্চিহ্ন করা যায় না।
তুমি জিতে গেছো সিনওয়ার।
ওরা চেয়েছিলো আরব বিশ্বের মোনাফেক নেতারা ফিলাস্তিনকে ভুলে গিয়ে ওদের সাথে বুক মেলাবে।
সব বন্দোবস্ত পাকা হয়ে গেছিলো।
অন্তিম মুহুর্তে তোমার ছুড়ে মারা লাঠির আঘাতে ভেঙে গেলো আব্রাহাম একর্ড।
ভুলে যাওয়া ফিলাস্তিন ফিরে এলো আলোচনার টেবিলে।
ওরা চেয়েছিলো ভিক্টিম কার্ড খেলে তোমাকে দানব বানাতে আর তুমি চেয়েছিলে বিশ্ব ওদের মুখোশের আড়ালের মুখটা দেখুক।
ওরা মিডিয়ার একচেটিয়া নিয়ন্ত্রণ নিলেও জিতে গেলো তোমার বয়ান।
আজ সারাবিশ্ব জানে ওরা গনহত্যাকারী দানব।
আজ সারাবিশ্বের মুক্তিকামী মানুষের মুখে ধ্বনিত হচ্ছে,
"ওয়ান টু থ্রি ফোর, অকুপেশান নো মোর"।
ওরা ভেবেছিলো হত্যা করলেই তোমাকে পরাজিত করা যাবে।
তুমি জিতে গেছো সিনওয়ার,
তোমার মৃত্যু প্রতিরোধের সাগরে এনেছে প্রবল জোয়ার।


আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।