স্পেনের আকাশে বাতাসে দুর্যোগের ঘনঘটা। আলহামরার ঈশাণ কোণে অশনি সংকেত। মাদ্রিদ, টলেডোর অবস্থা বিস্ফোরণোন্মখ। একদিকে ফ্রান্স সম্রাট লুই, গৌতক মুর্চের ব্রেনহার্ট অপদিকে মৌলবাদী খ্রিস্টান এলোগেইছ। এদের প্ররোচনায় শুরু হয় স্পেনে 'মুসলিম খেদাও আন্দোলন' কর্ডোবা প্রাসাদকে কেন্দ্র করে শুরু হয় কর্ডোভা কেন্দ্রিক 'প্রাসাদ ষড়যন্ত্র'। ভুবন মোহিনী লালস্যময়ী সুলতানা প্রেমের পরাগরেণু ছড়ায়, সংগীতজ্ঞ যিরাবের মিউজিক এর মূর্ছনায় কাপে দ্বিতীয় আব্দুর রহমানের মন।
এমনি মুহুর্তে ধুমকেতুর মত আবির্ভূত হয় ফ্লোরা, কে এই ফ্লোরা? কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? এলোগেইছের দরদে কেন তার মন কাঁদে?
অষ্টম শতাব্দীতে কি ঘটেছিল আজকের স্পেনে? মোদাচ্ছেরারা ঈমানী জযবা কি পারবে দ্বিতীয় আব্দুর রহমানকে কি পারবে পতনের অতল তল থেকে তুলতে? সুলতানার চ্যালেঞ্জ কি ব্যার্থতায় পর্যবসিত হবে, নাকি দেখবে সফলতার মুখ?
ইউরোপের একমাত্র মুসলিম ভূ-খন্ডে শুরু হয় ইসলাম আর কুফুরের লড়াই। কি হবে এ লড়াই এর পরিনতি? আরবের ইসলাম কি আরবেই ফিরে যাবে? নাকি জলমগ্ন হবে ভূ-মধ্যসাগরে?
এসব প্রশ্নের উত্তর নিয়ে এল দুঃসাহসিক কলম সৈনিক এনায়েতুল্লাহ আল তামাসের এবারের আয়োজন ' সিংহশাবক'
যার পাতায় পাতায় শিহরণ জাগানো কাহিনি আর অশ্রু ঝরানো উপাখ্যান।
ফ্রীতে পেতে নিচ থেকে ডাউনলোড করে নিন ।
আজ এ পর্জন্তই ভাল থকবেন সবাই
আল্লাহ হাফেজ।
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।