নাম : সহিহুল বুখারী
মূল লেখক : মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী
অনুবাদ : আল্লামা আজিজুল হক সাহেব রহ.
প্রকাশনা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
( ১০ খন্ডে সমাপ্ত)
সহীহ বুখারী (আরবি: صحيح البخاري) একটি প্রসিদ্ধ হাদীসবিষয়ক গ্রন্থ। এর আসল ও পুরো নাম, الجامع المسند الصحيح المختصر من أمور رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم وسننه وأيامه
(আল জামেউল মাসনাদি আস সাহিহুল মুখতাসারু মিন উমুরি রাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি)
৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি।
কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই মহান ব্যাক্তি অতুলনীয় ৷
ইমাম বুখারী রহ. এর সনদ সহ প্রায় ৬ লক্ষ হাদিস মুখস্ত ছিল সেখান থেকে বাচাই করে করে তিনি বুখারি শরিফে ৭ হাজার হাদিস রচনা করেন, প্রতিটি হাদিস লিখার ক্ষেত্রে তিনি দু রাকাত নামজ আদায় করে তারপর মুরাকাবা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মতিতে লিখতেন।
ইসলাম ধর্মের, এটি কুতুব আল-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের অন্তর্গত অন্যতম একটি গ্রন্থ। এই গ্রন্থটিকে আল-কোরআনের পর সবচাইতে প্রামাণ্য গ্রন্থ হিসেবে ধরা হয়।
উক্ত কিতাব বাংলা ভাষা ভাষী মানুষ যেন সহজ ভাবে পড়তে পারে সে জন্য সর্ব প্রথম এটি বাংলা ভাষায় অনুবাদ করেন এদেশের প্রখ্যাত হাদিস বিশারদ শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক সাহেব রাহিমাহুল্লাহ।
প্রিয় পাঠক আপনাদের জন্য ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিতটা দিয়েছি। ডাউনলোড করে নিন।
* নোট: মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।
ধন্যবাদ
ReplyDelete