আফগানিস্তানের গল্প বাংলা পিডিএফ ফ্রি ডাউনলোড

0

আফগানিস্তানের সমকালীন আঠারােজন সাহিত্যিকেরবা বাছাই করে আনা কুড়িটি ছােটগল্পের সংকলন ‘ আফগানিস্তানের শ্রেষ্ঠ গল্প।
১৯৭৯ সালে সােভিয়েত আগ্রাসনের পরপরই অনেক আফগান কবি-সাহিত্যিক জীবননাশের আশঙ্কায় মাতৃভূমি ছেড়ে পালিয়ে যান পাকিস্তানে এবং ইরানে। পরে তারা বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলােতে থিতু হন। যদিও এ-সব অভিবাসী লেখকরা দেশের অচিন পরিবেশের
সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন কিন্তু তাদের লেখায়
বারবার ফুটে উঠেছে যুবেই ভৎস ঘটনা, শরণার্থী
জীবনের দুঃখ-দুর্দশা, মানসিক টানাপােড়েন এবং স্বদেশে ফেরার আকুলি-বিকুলির মতাে স্পর্শকাতর বিষয়গুলাে।

এছাড়া নরনারীর চিরকালীন সম্পর্ক এবং জীবনের নানা জটিল বিষয়ও ফুটে উঠেছে বেশ কয়েকটি গল্পে। তাই সংকলনের নির্বাচিত গল্পগুলাের বিষয় এবং বক্তব্যের ভেতর রয়েছে বহুমাত্রিকতা বলা হয়, নির্বাসিত এবং অভিবাসী আফগান কবি-সাহিত্যিকরাই সমকালীন আফগান সাহিত্যকে বাচিয়ে রেখেছে। ‘আফগানিস্তানের শ্রেষ্ঠ গল্প সংকলনের গল্পগুলাে উৎসুক পাঠকদের প্রত্যাশা পূরণ করবে এবং আনন্দ দেবে বলেই
আমাদের বিশ্বাস।


* নোট :  মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।


ফ্রি ডাউনলোড করতে নিচে 👇👇 ক্লিক করুন


ডাউনলোড আফগানিস্তানের গল্প  

Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)