লেখক : ড. মুহাম্মদ ফজলুর রহমান
প্রকাশনা : রিয়াদ প্রকাশনী
আল মু'জামুল ওয়াফি একটি আরবী বাংলা আধুনিক অভিধান, এটি আরবী ভাষা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিধান। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।
এই অভিধানের সকল এন্ট্রি সরল বর্ণানুক্রমে সাজানাে হয়েছে এবং প্রয়ােজনীয়
ক্ষেত্রে তৃতীয় বন্ধনীর মধ্যে প্রতিটি এন্ট্রির “মাদ্দাহ” বা শব্দমূল উল্লেখ করা
হয়েছে। অধিকন্তু, অর্থ লেখার পূর্বে প্রতিটি মূল এন্ট্রির বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে। উচ্চারণের ক্ষেত্রে যথাসম্ভব জটিলতা পরিহার করা হয়েছে এবং কম্পিউটারের বাংলা সফটওয়্যার সম্পাদনা করে দীর্ঘ “আ” ধ্বনি উচ্চারণের জন্য আ-কারের উপর একটি দীর্ঘস্বর-নির্দেশক টান (i) ব্যবহার করা সম্ভব হয়েছে। প্রত্যেক শব্দের একবচন পুরুষবাচক রূপকে মূল এন্ট্রি হিসেবে গ্রহণ করা হয়েছে। এবং প্রয়ােজনীয় ক্ষেত্রে শব্দসংক্ষেপযােগে “ইসম” (বিশেষ্য) এন্ট্রির বহুবচন ও স্ত্রী লিঙ্গ উল্লেখ করা হয়েছে। প্রতিটি “ফেইল” (ক্রিয়া) এন্ট্রির সাথে প্রথম বন্ধনীর মধ্যে তার “মাছদার” (ক্রিয়াবিশেষ্য) রূপ দেখানাে হয়েছে। পারিভাষিক ব্যবহারের কারণে কোন কোন ক্ষেত্রে বহুবচন রূপও (বিশেষ করে কোরআন শরীফে ব্যবহৃত বহুবচন রূপ) এন্ট্রি হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেক্ষেত্রে সাথে সাথে বন্ধনীর মধ্যে মূল একবচন রূপ উল্লেখ করা হয়েছে।
“আল-মু'জামুল ওয়াফী” অভিধানের এন্ট্রি সংখ্যা প্রায় চল্লিশ হাজার। এতে শব্দের শুধু অর্থই নয়, একেকটি শব্দের যত বেশী সম্ভব প্রতিশব্দ দেওয়া হয়েছে এবং ক্রিয়া ও ক্রিয়া-বিশেষ্যের সাথে ভিন্ন ভিন্ন অর্থবােধক বিভিন্ন প্রসর্গের (ছিলাহ) ব্যবহার দেখানাে হয়েছে। সাধারণ শব্দ ছাড়াও এই অভিধানে নামবাচক বিশেষ্য যেমন দেশের নাম ও বড় বড় নগরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়াকোরআন শরীফের সকল মূল শব্দ এবং হাদীস, ব্যাকরণ ও অলঙ্কারশাস্ত্রের উল্লেখযােগ্য পরিভাষাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।
আল্লাহ লেখক সহ সকলকে উত্তম প্রতিদান দিন।
* নোট : মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।
ডাউনলোড করুন 👇👇
আলা মুজামেল ওয়াফী বাংলা অর্থ কি
ReplyDeleteشكرا
ReplyDelete