আল মানার আধুনিক বাংলা আরবী অভিধান ফ্রি পিডিএফ ডাউনলোড

0

আল মানার আধুনিক বাংলা আরবী অভিধান
লেখক  মাওলানা আবু তাহের মেসবাহ
প্রকাশনা: মুহাম্মদী লাইব্রেরী

কোন ভাষার শিক্ষার্থীর জন্য সেই ভাষার একটি ভাল অভিধান অত্যন্ত প্রয়ােজন।
বিশেষ করে ঐ ভাষার শব্দাবলী ও ব্যবহারসমূহের মাতৃভাষায় অর্থ-সম্বলিত একটি
অভিধান খুবই সহায়ক হয়ে থাকে। বাংলা ভাষাভাষী আরবী শিক্ষার্থীদের
ব্যবহারের জন্য একসময় কোন আরবী-বাংলা অভিধান ছিল না। তখন তারা
অভিধান ছাড়াই শিক্ষক এবং সহায়ক বইপুস্তকের ওপরই বেশিরভাগ নির্ভর
করতেন। সীমিত সংখ্যক শিক্ষার্থীর জন্য দু'একটি আরবী-ফার্সী, আরবী-উর্দু
কিংবা আরবী-ইংরেজী অভিধান ব্যবহারের সুযােগ ছিল। তাই বলা যায়, বাংলা
ভাষাভাষী আরবী শিক্ষার্থীরা যুগযুগ ধরে অভিধান সঙ্কটে নিপতিত ছিলেন।

এই সংকট থেকে মুক্তি দিতেই কলম সৈনিক এবং ভাষা সৈনিক হযরত  মাওলানা আবু তাহের মেসবাহ দাঃ বাঃ আল মানার আরবী বাংলা অভিধান রচনা করেন
এতে করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হয়।  আল্লাহ হযরত এর নেক হায়াত দান করুন। আমিন।


   

Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)