সুনানুন নাসাঈ
সুনানে নাসাইর অন্যনাম: আস সুনানুস সগীর , এটি মুসলমানদের অন্যতম ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থ।
সুনানে নাসাইর অন্যনাম: আস সুনানুস সগীর , এটি মুসলমানদের অন্যতম ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থ।
সুনানে নাসায়ী এর লেখক ইমাম নাসাই (র:), তিনি এ গ্রন্থে শরয়ী বিধি-বিধান সংক্রান্ত হাদিসসমূহ ব্যাপকভাবে সংরক্ষিত করেছেন। ফিকহী আইন-বিধান ও মাসআলা-মাসায়েলের একটি উত্তম উৎস গ্রন্থ এটি। সহীহ, দুর্বল উভয় প্রকার হাদীস রয়েছে এতে।
ইমাম নাসাই (৮৩০ - ৯১৮) হলেন একজন প্রখ্যাত হাদীস সংকলক, যিনি মুসলমানদের নিকট অতি গ্রহনযোগ্য ব্যাক্তি। তার পুরো নাম আবু আবদূর রহমান আহমাদ ইবন সুয়ায়েব ইবন আলী ইবন সিনান আন-নাসাই, তিনি ছিলেন পারস্যের অধিবাসী।
সিহাহ সিত্তাহর হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম একটি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশুদ্ধ হাদীস সমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরবের বিভিন্ন অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে অত্র গ্রন্থ সংকলিত হয়।
এটির বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ।
এটির বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ।
* নোট : মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।