সুনান আল-তিরমিজী বা জামি আল তিরমিজী মুসলমানদের সবচেয়ে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি। অর্থাৎ এটি সিহাহ সিত্তাহের একটি কিতাব।
এই কিতাবটি সিহাহ সিত্তাহ অর্থাৎ মুসলমানদের প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ। এর সংকলনকারী আবু ঈসা মুহাম্মদ ঈসা ইবনে তিরমিজী (র.)। তিনি ইমাম তিরমিজি নামেই বেশী পরিচিত। এ কিতাবে প্রায় সব ধরনের হাদিসই সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় চারহাজার হাদীস সংকলিত রয়েছে, তার মধ্যে পুনরুক্ত হাদিসের সংখ্যা মাত্র ৮৩ টি ৷
প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ্ আব্দুল আযীয মুহাদ্দীসে দেহলভী (র,) এই তিরমিযী শরীফ সম্পর্কে বলেন, “এই হাদীস গ্রন্থ সুসজ্জিত এবং এতে হাদীসগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে সংকলিত হয়েছে এবং পুনরুক্ত হাদীসের সংখ্যা এতে খুবই কম ৷” তিরমিযী শরীফের আরেকটি বৈশিষ্ট্য এই যে, এতে ফকীহ্গণের মতামত তুলে ধরা ছাড়াও, বিভিন্ন মাযহাবের দলীল-প্রমাণ সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে ৷
তিরমিযী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ 'সহীহ্', 'হাসান', 'যঈফ', 'গরীব', 'মু'আল্লাল' প্রভৃতি যথাস্থানে চিহ্নিত করা হয়েছে ৷ রাবীদের (বর্ণনাকারীর) নাম, উপনাম, উপাধি ইত্যাদি মূল্যবান তথ্য এবং হাদিস জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরূপে উপস্থাপিত হয়েছে ৷
এই কিতাবটি চারটি শ্রেণীতে সাজানো হয়েছে। সেগুলো নিম্নরূপ:
প্রথম সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর সাথে সম্মত।
দ্বিতীয় সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর চেয়ে নিম্নমানের কিন্তু তিরমিজী, নাসাই ও আবু দাউদের সাথে সম্মত।
তৃতীয় সেইসব হাদীস যা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। সে ক্ষেত্রে তিনি এর মতবিরোধতাকে কিছুটা মিমাংসা করে সংকলন করেছেন।
চতুর্থ সেই হাদীসসমূহ যা ফিকহ বিশেষজ্ঞের সাথে সম্মত।
ওয়াল্লাহু আ'লামু বিস সাওয়াব।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ অনুদিত
* নোট : মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।
ভাই ডাউনলোডকরতেপারছিনা
ReplyDeleteডাউনলোড করা যায় না কেন?
ReplyDelete