তাফসীরে জালালাইন বাংলা পিডিএফ ডাউনলোড সব খন্ড

0
 

পবিত্র কুরআনের তাফসীর জানার জন্য
অনেক তাফসীরের কিতাব রয়েছে এর মধ্যে আল্লামা জালালউদ্দীন সুয়ূতী ও আল্লামা জালালউদ্দীন মহল্লী (র,) দ্বয়ের  প্রণীত তাফসীরে জালালাইন কিতাবটি একটি প্রাথমিক ও পূর্ণাঙ্গ কিতাব ৷ এই কিতাব রচনাকাল থেকেই সকল ধারার বিশেষত  ক্বাওমি মাদ্রাসার ফজিলত প্রথম বর্ষে এটিকে মিয়ারি কিতাব হিসাবে রাখা হয়।  মাদ্রাসা ও কুরআন গবেষণাকেন্দ্রে এ মূল্যবান তাফসীরটি সমভাবে সমাদৃত ৷

সাধারণ দৃষ্টিতে এটি অতি সংক্ষিপ্ত তাফসীর হলেও গভীর ভাবে  দৃষ্টিপাত করলে দেখা যায়  এটি সকল তাফসীরের সারনির্যাস, বড় বড় তাফসীরের কিতাবের অনেক অনেক পৃষ্ঠা অধ্যয়ন করে অতি কষ্টে যে তথ্য পাওয়া যায়, তাফসীরে জালালাইনের আয়াতের ফাঁকে ফাঁকে স্থান পাওয়া এক-দুই শব্দেই তা মিলে যায়, এ যেন এক মহা মহাসমুদ্রকে ক্ষুদ্র পাত্রে রাখা অনন্য এক সমাহার। 

প্রচুর সম্ভাবনাময় তাফসীর এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও উল্লেখ যোগ্য ব্যাখ্যাটি কোন প্রকার অনুসন্ধান ছাড়াই অনায়াসে পাওয়া যায় ৷ তাফসীর এর কিতাব সমুহ অধিক মুতায়া'লা করলে এর সত্যতা মিলবে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা লেখকদ্বয় এর দারাজাত বুলন্দ করুন আমিন।

তাফসীরে জালালাইন
অনুবাদকঃ মাওলানা আব্দুল গাফফার শাহপুরী,
মাওলানা আমীরুল ইসলাম ফরদাবাদী
মাওলানা হাবীবুর রহমান হবিগঞ্জী

* নোট :  pdf  বই কখনই মূল বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।

জালালাইন ১ম খন্ড ডাউনলোড







Post a Comment

0Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment (0)