কায়সার ও কিসরা |
নাম : কায়সার ও কিসরা
লেখক : নসিম হিজাযী
বইয়ের কিছু অংশ দিলাম পড়েই দেখুন কেমন লাগে, ভাল লাগলে নিচে ডাউনলোড লিনক দেয়া আছে ডাউনলোড করে নিন।
দামেস্কে যাওয়ার উদ্দেশে বের হলাে আসেম। সঙ্গে হৃষ্টপুষ্ট তাগড়া চাকর ওবায়েদ।
চলার পথে তারা একটি সরাইখানায় থামল, যার অবস্থান জেরুজালেম থেকে প্রায়
মাইল পাঁচেক দূরে। সরাইখানার চারপাশটা উঁচু দেয়ালঘেরা, বাইরে থেকে যেটা
দেখতে পাচিলের মতাে মনে হয়। তপ্ত বিষন্ন এক দুপুরে আসেম ও তার চাকর
ওবায়েদ দ্বিতীয়বারের মতাে এখানে এসে পৌছল। এক রাত এখানে অবস্থান করবে
বলে তারা মনস্থির করল।
টগবগে যুবক আসেমকে দেখে মনে হয় কেবল কৈশােরের গ িপেরিয়ে যৌবনে
পদার্পণ করেছে। বয়সের তুলনায় সে একটু গম্ভীর প্রকৃতির। যদিও এ বয়সের
তরুণদের কাছে সবাই মন মাতানাে হাসির ঝংকার আর প্রাণচঞ্চলতা আশা করে।
সুদর্শন ও নিটোল স্বাস্থ্যের অধিকারী আসেমের ওপর দিয়ে যে অনেক ঝড় বয়ে
গেছে, তা তাকে দেখলেই অনুমান করা যায়, যা সচরাচর এই বয়সে কারাে জীবনে
ঘটে না। তার পরও পােশাক-আশাকে সে এক সম্ভ্রান্ত আরবেরই পরিচয় বহন
করে। তার ব্যক্তিত্বসম্পন্ন চালচলন আর দুই চোখের ঝলমলে চাহনিতে
সাহসিকতার ছাপ স্পষ্ট। তেজি এক ঘােড়ার পিঠে তাকে মানিয়েছে বেশ। তার
কোমরে ঝােলানাে তরবারি আর পিঠে তৃণীতে ভরা তীর। দেখে মনে হয় এই মাত্র
রণাঙ্গন থেকে ফিরছে কিংবা রণাঙ্গনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার দৃষ্টিই বলে
দিচ্ছে এই মুহুর্তে চলার পথে তার ডানে-বায়ে কোনাে সশস্ত্র দুশমন থাকলেও
পরােয়া করবে না কিংবা তাকে রােখার সাহস কারাে হবে না। তার আরবি পােশাক
ছাড়া রােমান সৈনিকের ইউনিফর্ম থাকলে এবং তার সঙ্গে গােলামের পরিবর্তে
একদল সৈন্য থাকলে মনে হতাে এই মাত্র কোনাে বিজয়বার্তা বহন করে নিয়ে
এসেছে সে।
তার সঙ্গী চাকর ওবায়েদও অদম্য সাহসী। লম্বা চওড়া পেটানাে শরীর তার। উটের
পিঠে বসা ওবায়েদ আসেমের চেয়ে দশ-বারাে বছর বয়সের বড় হবে। সে যে
উটের পিঠে বসেছিল, সেই উটের সঙ্গে আরেকটি মালবােঝাই উট বাঁধা ছিল।
সরাইখানার ফটকের কাছে এসে উট ও ঘােড়া থেকে নেমে দাঁড়াল আসেম ও
ওবায়েদ। তারপর ঘােড়া ও উটের রশি ধরে তারা সরাইখানার ভেতরে প্রবেশ
করল। সরাইখানাটি ছিল দোতলা। সামনে খেজুর পাতায় ছাওয়া বেশ বড়সড় প্রশস্ত
আঙিনা। বারান্দার একদিকে সাধারণ পথিকদের জন্য চাই পাতা রয়েছে। অন্যদিকে
রয়েছে কয়েকটি পুরনাে টেবিল-বেঞ্চ। আঙিনার একপাশটায় আঞ্জির আর
জয়তুনগাছের বাগান। বাঁয়ের দেয়াল লাগােয়া একটি ছাপড়া রয়েছে, যা আস্তাবল
হিসেবে ব্যবহৃত হয়। ওখানে কয়েকটি ঘােড়া ও উট বাঁধা। কাছেই গাছের ছায়ায়
কয়েকজন পথিক বিশ্রাম নিচ্ছিল।
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।