দাস্তানে মুজাহিদ -নসীম হিজাযী

2

 
দাস্তানে মুজাহিদ
নসীম হিজাযী
 
 সূর্য কতবার পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্ত গেছে, চাঁদ হাজার বার তার মাসিক সফর শেষ করেছে, তারার মূল লক্ষ বীর রাতের আঁধারে আলাে ছড়িয়ে ভােরের আলােয় আত্মগােপন করেছে। আদম-সন্তানদের মনের বাগানে বার বার বসন্ত এসেছে, আবার এসেছে শরৎ। জান্নাত থেকে নির্বাসিত মানবতার নতুন বাসভূমি হয়েছে এমন এক সংগ্রাম কে যেখানে প্রকৃতির বিভিন্ন উপাদান অবিরাম সংগ্রামে লিপ্ত রয়েছে। দুনিয়ায় এসেছে বিভিন্ন ধরনের বিপ্লব। তাহযিব-তমনের হয়েছে নব রূপায়ণ। হাজার হাজার কওম অধােগতির সর্বনিম্ন স্তর থেকে উঠে এসে ঝড় ঘূর্ণিবায়ুর মতাে সারা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়েছে; কিন্তু প্রাকৃতিক নিয়মে উত্থান-পতনের সম্পর্ক এমনি দৃঢ় শক্তিশালী, তারা কেউ এখানে চিরস্থায়ী হয়ে থাকতে পারেনি।
 
যে সব জাতি তলােয়ারের ছায়ায় বিজয়-ভংকা বাজিয়ে জেগে উঠেছিলাে, তারাই আবার বাদ্য-গীতের সুর-মূর্হনায় বিভাের হয়ে ঘুমিয়ে পড়েছে। উপরের নীল আকাশকে প্রশ্ন কর, তার অন্তহীন বিস্তৃত বুকের ক্যানভাসে অংকিত রয়েছে অতীতের যুগ-যুগান্তরের হাজারাে কাহিনী; কত জাতির উত্থান-পতন সে দেখেছে; সে কত শক্তিমান বাদশাহকে রাজমুকুট রাজ-সিংহাসন হারিয়ে ফকিরের লেবাস পরতে দেখেছে, আবার কত ফকিবকে দেখেছে ৰাজমুকুট পরতে। 
হয়তাে বার বার একই কাহিনীর পুনরাবৃত্তি দেখে সে নির্বিকারউদাসীন হয়ে আছে, কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি, আরবের মরুচারী যাযাবরদের উত্থান-পতনের দীর্ঘ কাহিনী আজো তার মনে পড়ে। সে কাহিন আজকের এ যুগ থেকে কত ব্যতিক্রম। যদিও কাহিনীর কোনাে অংশই কম চিত্তাকর্ষক নয়, তবুও আমাদের সামনে আজ তার এমন এক উজ্জ্বল অধ্যায় রয়েছে, যখন পূর্ব-পশ্চিমের উপত্যকা ভূমি, পাহাড়, মরুপ্রাপ্তির মুসলমানদের অশ্বের পদধ্বনিতে মুখর হয়ে উঠেছে, তাদের প্রস্তর বিদীর্ণকারী তলােয়ারের সামনে ইরান ও রােমের সুলতানের মস্তক অবনমিত হয়েছে। এ ছিলাে সেই যুগ, যখন তুর্কিস্তান, আন্দালুস ও হিন্দুস্তান মুসলমানদের আহ্বান জানিয়েছে তাদের বিজয়-শক্তি পরীক্ষার জন্য ।
 
ৰসৱার প্রায় বিশ মাইল দূরে উর্বর সবুজে ঢাকা বাগিচার মাঝখানে একটি ছােট্ট বস্তি। সে বস্তির একটি সাদাসিধে বাড়ির আঙিনায় এক মধ্যবয়সী নারী সাবেরা আসরের নামায পড়ছেন। আর একদিকে তিনটি বালক-বালিকা খেলাধুলায় ব্যস্ত। দুটি বালক আর একটি বালিকা। বালক দুটির হাতে ছোট ছােট কাঠের লাঠি। বালিকাটি নিবিষ্ট মনে তাদের কর্মকাণ্ড দেখছে। বড় ছেলেটি লাঠি ঘুরিয়ে ছােট ছেলেটিকে বলছে- দেখাে নায়ীম, আমার তলােয়ার!
 

 

Post a Comment

2Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

Post a Comment