অনুবাদকের সংক্ষিপ্ত পরিচিতিঃ
জন্ম ও বংশ পরিচয়ঃ
মুহাম্মদ আবুল ফাতাহ্ ভূঞা ১৩৫৩ বাংলা সনের ২৭শে ফাল্গুন বুধবার ভোর সাড়ে তিনটায় সাবেক ত্রিপুরা ও কুমিল্লা বর্তমান ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন কসবা থানার অন্তর্গত সৈয়দাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্য গ্রহণ করেন । তাহার পিতার নাম আলহাজ্জ মুহাম্মদ মনিরুজ্জামান ভূঞা বিন বদিউজ্জামান ভূঞা বিন ওয়াহেদ আলী ভূঞা বিন হাজী মাহমূদ ভূঞা। আর তাহার মাতার নাম আকীকুন নিসা বিনতে মৌলভী ধনু মোল্লা। তিনি তাহার পিতা-মাতার তত্ত্বাবধানে লালিত-পালিত হন।
প্রাথমিক শিক্ষাঃ
পাঁচ বৎসর বয়সে তাহার পিতা তাহাকে নিজ গ্রামের দ্বীনি প্রতিষ্ঠান সৈয়দাবাদ ছানী ইউনুছিয়া জামেউল উলূম মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। ছোটবেলা হইতেই তিনি লেখা পড়ায় অভীর মনোযোগী ছিলেন। এই মাদ্রাসা হইতেই প্রাইমারী শিক্ষাসহ জমাতে পাঞ্জম পর্যন্ত লেখাপড়া করেন। তাহার উস্তাদগণের মধ্যে হযরত মাওলানা নূরুল হক, হযরত মাওলানা আবদুল মতীন খান, হযরত মাওলানা আক্রাম আলী ও হযরত মাওলানা আবদুল মতীন প্রমুখ ছিলেন।
উচ্চ শিক্ষাঃ
সৈয়দাবাদ ছানী ইউনুছিয়া জামেউল উলূম মাদ্রাসা হইতে জমাতে পাঞ্জম পর্যন্ত কৃতিত্বের সহিত শেষ করার পর তিনি ঐতিহ্যবাহী জামিআ আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামে ভর্তি হন। সেই স্থানে ফনূনাতসহ সিহাহ সিত্তাহ-এর পাঠ শেষ করেন। সিহাহ্ সিত্তাহ্ তথা দাওরায়ে হাদীছ এর সর্বশেষ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তাহার সুযোগ্য উত্তাদগণের মধ্যে হযরত মাওলানা আব্দুল ওহ্হাব (রহ.), শায়খুল হাদীছ মাওলানা আব্দুল কাইয়ূম (রহ.), হযরত মাওলানা আব্দুল আযীয (রহ.), শায়খুল ফনূন হযরত মাওলানা আবুল হাসান (প্রণেতা তানযিমুল আশতাত) (রহ.), হযরত মাওলানা হামেদ (রহ.), হযরত মাওলানা মুহাম্মদ আলী (রহ.) শায়খুল আদব হযরত মাওলানা নজীর আহমদ (রহ.), হযরত মাওলানা হাফিযুর রহমান (রহ.), হযরত মাওলানা নাদিরুজ্জামান (রহ.), মুফতি আযম হযরত মাওলানা আহমদুল হক (দাঃ বাঃ) ও হযরত মাওলান আহমদ শফী (দাঃবাঃ)প্রমুখ ছিলেন।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা হইতে তিনি কামিল তাফসীর ও কামিল হাদীছ বিভাগে পাশ করেন। তাঁহার উস্তাদগণের মধ্যে প্রফেসর ড. আইয়ূব আলী, প্রফেসর মাওলানা ইয়াকুব শরীফ, হযরত মাওলানা উবায়দুল হক, হযরত মাওলানা মিয়া মুহাম্মদ কাসেমী, হযরত মাওলানা মাহবুবুল হক, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা নূর মুহাম্মদ প্রমূখ।
অতঃপর ১৯৭২ইং ও ১৯৭৪ ইং সনে যথাক্রমে এস.এস.সি. ও এইচ.এস.সি পরীক্ষাদ্বয়ে উত্তীর্ণ হইয়া ১৯৮৫ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগে বি.এ. (অনার্স) -এ ভর্তি হন। ঢাকা বিশ্ববদ্যিালয় হইতে ১৯৭৭ইং সনের বি.এ. (অর্নাস) এবং ১৯৭৮ ইং সনের এম.এ. পরীক্ষাদ্বয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভের কৃতিত্ব অর্জন করেন। তাহার সুযোগ উস্তাদগণের মধ্যে প্রফেসর ডঃ মুহাম্মদ ইসহাক, প্রফেসর ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রফেসর ডঃ মুহাম্মদ হাবীবুর রহমান চৌধুরী, প্রফেসর আ.ন.ম. আব্দুল মান্নান খান, প্রফেসর আলী হায়দর, প্রফেসর ডঃ আবূ বকর সিদ্দীক, প্রফেসর মুহাম্মদ আব্দুল মালেক ও প্রফেসর মুহাম্মদ আনসার উদ্দীন প্রমুখ।
অধিকন্তু সহীহ মুসলিম শরীফের ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ করিতে গিয়া তিনি তাহার শ্বশুর আব্বা প্রখ্যাত মুফাস্সির ও মুহাদ্দিছ আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম (দাঃ বা) হইতে হাদীছ শাস্ত্রে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের জ্ঞান অর্জন করেন।
অধ্যাপনাঃ
দারুল উলুম মঈনূল ইসলাম হাটহাজারী হইতে ফারিগ হইয়া তিনি আড়াইবাড়ী সিনিয়র মাদ্রাসায় দুই বৎসর শিক্ষকতা করেন। অতঃপর বিশ্ববিদ্যালয় সর্বশেষ পরীক্ষা দিয়া হাজী শরীয়তুল্লাহ্ (রহ.)-এর প্রতিষ্ঠিত বাহাদুরপুর শরীয়াতিয়া আলীয়া মাদ্রাসায় এক বৎসর মুহাদ্দিছ পদে শিক্ষকতা করেন। অতঃপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা -এর কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম পদে নিযোগ হন। একই সাথে মুহাম্মদিয়া মাখযানূল উলূম বুয়েট কেন্দ্রীয় মসজিদের মুহতামিম পদে এবং স্বীয় প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করিতেছেন।
সমাজ কল্যাণ
তিনি মানবতার সেবায় নিজেকে ব্রত রাখার জন্য ১৩৯৪ বাংলা সনে “দুঃস্থ মানব কল্যাণ তহবিল সৈয়দাবাদ" প্রতিষ্ঠা করেন। এই তহবিলে জমাকৃত অর্থ দ্বারা সৈয়দাবাদ গ্রামের আর্তপীড়িত, অভাবগ্রস্থ ও কন্যাদায়গ্রস্থ লোকদের জরুরী প্রয়োজনে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদান করা হয়।
কিতাব ডাউনলোড লিনক নিচে দেয়া হল
সহিহ মুসলিম শরীফ ২য় খন্ড
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।