এই পবিত্র মহাগ্রন্থ আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছে।
এবং ইহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশ্রেষ্ঠ মু'জিজা।
পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয় পুরু তেইশ বৎসরে, ইহা আসমানী ১০৪ খানা কিতাবের বড় চারটি এর একটি।
পবিত্র মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ শুরু হয় ৬১০ খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হয় ৬৩৩ খ্রিস্টাব্দে।
পবিত্র কোরানের সর্ব প্রথম নাজিলকৃত আয়াত হচ্ছে সুরা আলাক্বের প্রথম ৫ আয়াত।
মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয় আরবী ভাষায়, পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গি ও বাক্যবিন্যাস হলো চৌম্বক বৈশিষ্টসম্পন্ন, ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। যার কারনে ভিন্ন ভাষাভাষী মানুষের জন্য এর এর মর্মার্থ বুঝা কষ্টকর, বস্তত: এর পরিপ্রেক্ষিতেই কোরানের তরজমা, তাফসির, এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন পড়ে।
তাফসীর শাস্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পবিত্র হাদিসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে পবিত্র কুরআন এর ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ-দক্ষতা প্রয়োগ করেছেন ৷
এভাবে অনেক মুফাসসিরিনে কেরাম পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজলভ্য করে তোলার জন্য অসাধারণ ভুমিকা রেখে গেছেন ৷ এখনও এই মহতি উদ্যোগ চলমান আছে, থাকবে ৷
পাকিস্তানের হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র,) ভারত উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, লেখক, গ্রন্থাকার ৷ ইসলাম সম্পর্কে, বিশেষ করে পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে, তার সুগভীর পাণ্ডিত্য উপমহাদেশের সীমা ছাড়িয়ে তাকে আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতিমান করেছে ৷
তার গ্রন্থসমূহের মধ্যে ‘তাফসীরে ম‘আরেফুল কোরআন’ একটি অনন্য ও অসাধারণ গ্রন্থ ৷ উর্দু ভাষায় লেখা প্রায় সাড়ে সাত হাজার পৃষ্ঠার বিশ্বনন্দিত এই তাফসীর গ্রন্থটি পাঠ করে যাতে বাংলা ভাষাভাষী পাঠকগণ পবিত্র কুরআন চর্চায় আরো বেশি উদ্ভুদ্ধ হয় এবং পবিত্র কুরআনের মর্মার্থ ও শিক্ষা অনুধাবন করে নিজেদের দৈনন্দিন, সামাজিক, এবং রাষ্টীয় জীবনে তা বাস্তবায়ন করতে পারে, এ মহান লক্ষ্য সামনে রেখে ইসলামী ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে এই উর্দু তাফসিরের বাংলা তরজমার কাজ শুরু করে ৷
ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ প্রকল্পের আওতায় এ গ্রন্থটি তরজমার জন্য দেশের খ্যাতনামা আলিম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ কে দায়িত্ব দেয়া হয় ৷ তিনি ৮ খণ্ডে তাফসীরটির তরজমার কাজ সম্পন্ন করেন ৷
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র,) এর অনবদ্য এই গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশের পরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে ৷ পাঠক-চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে এ গ্রন্থের তেরটি সংস্করণ প্রকাশিত হয়েছে ৷ বর্তমান এর চতুর্দশ সংস্করণ প্রকাশ করা হলো ৷ এ গ্রন্থের অনুবাদ-কর্ম থেকে শুরু করে পরিমার্জন ও মুদ্রণের সকল পর্যায়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ তা‘আলা তাদের উত্তম প্রতিদান দান করুন ৷ আল্লাহুম্মা আমীন।
প্রিয় পাঠক আপনাদের সুবিধার্তে এই মহাগ্রন্থ তাফসীরে মারেফুল কুরআনের পিডিএফ ফরমেটে করে আপনাদের সামনে পেশ করা হল।
* নোট: মূল বই কখনই pdf বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।
আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।