আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ ১-৭ খন্ড বাংলা পিডিএফ ডাউনলোড

16


মিশকাতুল মাসাবীহ : 

ইংরেজি: Mishkat al Masabih অথবা এর ইংরেজি অনুবাদ  A niche for lamps, এবং আরবিঃ مشكاة المصابيح 


সাধারণভাবে মিশকাতুল মাসাবীহ বা مشكاة المصابيح দিয়ে একটি বই এর নাম বুঝালেও মূলত তা দুটি হাদিস গ্রন্থের সমন্বিত নাম। যার একটি হচ্ছে কিতাবুল মাসাবিহ (এর লেখক ইমাম আবু মুহাম্মদ হুসাইন বিন মাসঈদ আলবাগাবী রহঃ ৪৩৬-৫১৬) ও অপরটি মিশকাত (লিখেছেনঃ শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আত তিবরিযী ৮০০ হিজরীর শেষের দিকে মৃত্যু বরণ করেন )। পরবর্তিতে উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে 'মিশকাতুল মাসাবীহ'।


গ্রন্থটিতে কিতাবুল মাসাবীহ হতে সংকলন করা হয়েছে ৪৪৩৪ টি হাদীস এবং মিশকাত হতে সংকলন করা হয়েছে ১৫১১টি হাদীস। মিশকাতুল মাসাবিহ গ্রন্থের সম্পাদনার কাজ সমাপ্তি হয় ৭৩৭ হিজরীর শেষ শুক্রবারে।

মূলত হাদীস শাস্ত্রে অনভিজ্ঞ লোকদের জন্যই এই কিতাবটি সংকলন করা হয়েছে। শায়েখ ওয়ালীউদ্দিন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ আল খাতীব আল আমরী আর তিবরিযী এই কিতাবটি খুব চমকপ্রদ ভাবে সাজিয়েছেন যার মধ্যে উল্লেখ যোগ্য হল মাসাবিহ গ্রন্থে কোন হাদিসে উৎস লিপিবদ্ধ ছিলো না, ফলে পাঠকগন বিভ্রান্তিতে পড়ার শঙ্কা বোধ করতেন, আর সেই শঙ্কা দূর করেই মিশকাতুল মাসাবীহ সংকলনকালে লেখক প্রতিটি হাদীসের উৎস উল্লেখ করে দিয়েছেন।


তিনি হাদীস গ্রন্থটিকে ফিকহের ধারাবাহিক নিয়ম অনুযায়ী সাজিয়েছেন। এবং প্রতিটি অধ্যায়ে ৩টি করে অনুচ্ছেদে ভাগ করেছেন, যার মধ্যে প্রথম দুই পরিচ্ছেদে সহীহ বুখারীও সহীহ মুসলিম এর হাদিস এনেছেন এবং পরের পরিচ্ছেদে অন্যন্য কিতাবের হাদীস এনেছেন। আর হাদীস শেষে যে কিতাব থেকে হাদীস টি নিয়েছেন সেটির উৎস গ্রন্থ ও উল্লেখ করে দিয়েছেন।
-তানভিরুল মিশকাত

মিশকাত এর অনেক গুলো বাংলা অনুবাদ রয়েছে এর মাঝে সর্বাধিক পাঠক প্রিয় যেটি সেটি হল আনওয়ারুল মিশকাত, এটিই আপনাদের জন্য দেয়া হল।

নাম : আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ
অনুবাদ : মাওলানা আহমাদ মায়মুন
প্রকাশনা : ইসলামিয়া কুতুবখানা
বাংলাবাজার, ঢাকা।




* নোট:  pdf বই কখনই মূল বইয়ের সমতুল্য নয়। কোন বই ভালো লাগলে দয়া করে নিকটবর্তী লাইব্রেরি থেকে ক্রয় করুন।


Post a Comment

16Comments

আপনার মুল্যবান মন্তব্য আমাদের সামনে আগানোর প্রেরণা যোগায়।

  1. বই তো ডাউনলোড করতে পারছি না

    ReplyDelete
    Replies
    1. Download e kono somossa hocce na Try koren hoye jabe

      Delete
  2. Sorry media fire theke file download kora jasche na.
    দুঃখিত মিডিয়া ফায়ার থেকে download করা যাচ্ছে না। দয়া ব্যবস্থা নিবেন।

    ReplyDelete
    Replies
    1. ভিপিএন দিয়ে ট্রাই করবেন ইনশা আল্লাহ হয়ে যাবে

      Delete
  3. ভিপিএন দিয়ে ট্রাই করবেন ইনশা আল্লাহ হয়ে যাবে

    ReplyDelete
  4. আস সালামু আলাইকুম,
    বই ডাউনলোড হয়েছে কিন্তু বই ওপেন করলে পাসওয়ার্ড চাইছে। দয়া করে পাসওয়ার্ডটা বলবেন।

    ReplyDelete
  5. faltu web 3 gonta somoy nosto holo kin tu kitab download kora galona!!!!!

    ReplyDelete
    Replies
    1. আপনি ভিপিএন ব্যাবহার করে ডাউনলোড করুন তাহলে সহজেই করতে পারবেন।

      Delete
    2. প্রিয় ভিজিটর সাময়ীক অসুবিধার জন্য দুঃখিত , এখন লিনক ঠিক করে গোগল ড্রাইভ লিনক দেয়া হয়েছে।
      আশা করছি এখন অনায়াসেই ডাউনলোড করতে পারবেন।
      ধন্যবাদ

      Delete
  6. ডাউনলোড স্পিড বেশ ভালো।

    ReplyDelete
  7. ধন্যবাদ ভাইয়া

    ReplyDelete
  8. প্রিয় ভিজিটর সাময়ীক অসুবিধার জন্য দুঃখিত , এখন লিনক ঠিক করে গোগল ড্রাইভ লিনক দেয়া হয়েছে।
    আশা করছি এখন অনায়াসেই ডাউনলোড করতে পারবেন।
    ধন্যবাদ

    ReplyDelete
  9. জাযাকুমুল্লাহ।

    ReplyDelete
  10. Jazakomullahu ahsabal jaza🥰🥰

    ReplyDelete
Post a Comment